জমা ইতিহাস ভুলেছে হিসেব
স্মৃতির পাতায় শুধু সংক্ষেপ
মনে পরে শুধু ফিরে বলে ওঠা খুব চেনা ডাকনাম
ডাকনাম
গোধূলিতে মাখা প্রায় অচেনা মুখ
দশকের স্মৃতি ভুলে যাওয়া সুখ
আবছায়া হয়ে আসে জলছবি, শুধু ফিরে ডাকলাম, ডাকনাম
কে জানে কখন সন্ধ্যা আঁধারে
দেখেছি সে মুখ শহরের ভিড়ে
দুচোখের মাঝে জমা বিস্ময়
আজো মনে আছে দশক পেড়িয়ে
যাযাবর মনে সময়ের ছাপ
মুছে দিয়ে গেছে ক্ষণিক আলাপ
মনে আছে শুধু চোখের আড়ালে মুখহীন ডাকনাম,
ডাকনাম
ভুলে যাওয়া রাত, ফেলে আসা দিন
অলস বিকেলে খুঁজি দিশাহীন
ধুলো জমা হয়ে বুকের ভিতরে
কি জানি কি কথা বলেছে সেদিন
হারানো আবেগ ভুলি কি না ভুলি
ভুলে গেছি সেই ধূসর গোধূলি
চোখ জুড়ে শুধু আবছা কোলাজ, অস্ফুটে ডাকলাম, ডাকনাম